নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক ও সুপারভাইজার। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া বাসের সকল যাত্রী চাপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বলে জানায় পুলিশ।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার দিবাগত রাত ১টার দিকে খেজুরতলা এলাকায় এসে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়।
তিনি আরও জানান যে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন সড়িয়ে নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী