নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনন(২৩) ও আবির(২৩) তারা দু’জন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন ও একে অপরের বন্ধু ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনন তার বন্ধু আবিরকে নিয়ে মোটরসাইকেলে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি থেকে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান এএসআই।
—-ইউএনবি

আরও পড়ুন
প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা