জেলা প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রোববার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে যাত্রী নিয়ে পিকআপভ্যানটি ঢাকায় যাচ্ছিল। কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ছয় জন আহত হন। আহতদের হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, ছয় জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহত ছয় জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা