September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 6:03 pm

নাটোরে পৃথক অভিযানে ১৭৪ কেজি গাঁজা জব্দ॥ গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি

নাটোরে পৃথক অভিযানে ১৭৪ কেজি গাঁজা জব্দ ও  চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গাঁজা জব্দ ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ভগরইল গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ থানার কয়লার দিয়ার গ্রামের মৃত বাহার আলীর ছেলে ফসের আলী @ সোহেল, শেখটোলা গ্রামের মজুর ছেলে লালান (২৫), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে শহিদ (৩৫)। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবরা ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এসময় নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্কে (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে যাত্রী সিটের পায়ের নিচে থেকে পৃথক দুই বস্তায় ১৪ কেজি গাঁজা জব্দ করাসহ ওয়াদুদ আলী (২৫), ফসের আলী @ সোহেলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, ঢাকা-নারায়গঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) তল্লাশী চালিয়ে ছয়টি চটের বস্তায় ১৬০ কেজি গাঁজাজব্দ করাসহ লালান ও সাবেরুল ইসলাম @ শহিদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, মাদকের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করছে। নাটোর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।