November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:51 pm

নাটোরে প্রায় সারে ৪ হাজার কৃষকদের মাঝে কৃষি প্রনাদনা বিতরন

নাটোর প্রতিনিধি

নাটোর উপজেলার  প্রায় সারে ৪ হাজার  প্রান্তিক কৃষকদের মধ্যে ২০২৫/২০২৬ মৌসুমে প্রনাদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরিষা গম পেয়াজ মশুর খেসারি ও চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

এউপলক্ষে রবিবার (২নভেম্বর) বেলা ১১ টার দিকে নাটোর সদর উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাটোর সদর মোঃ আরিফ আদনান। এসময় উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ কর্মকর্তা কর্মচারি ও কৃষকগন উপস্থিত ছিলেন।

সদর উপজেলার মোট ৪ হাজার ৩শ ৬০ জন কৃষকদের মাঝে গমের বীজ ২০ কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি১০ কেজি,সরিষার বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি পেয়াজের বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি,চিনাবাদামের বীজ ১০ কেজি ডিএমপি ১০ কেজি,৫ কেজি মশুর বীজ ৫ কেজি ডিএমপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,খেসারীর বীজ ৮ কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি ৫ কেজি কৃষকদের মাঝে বিতরন করা হয়।