October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 7:05 pm

নাটোরে বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুদ করা ছিল। স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।সংবাদ পেয়ে শনিবার দুপুর পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম গোডাউনটি ঘিরে ফেলে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে যাচাই বাছাই শেষে তারা জানতে পারেন গুলির খোসাগুলো বৈধভাবে স্ক্যাপ মাল হিসেবে ক্রয় করা।

এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এক ব্যবসায়ী স্ক্র্যাপ হিসেবে এসব গুলির খোসা ক্রয় করেন। পরে তিনি সেই উৎস থেকে ৪০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৩ টন খোসা কিনেছেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান “ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় যাচাইবাছাই করে এবং সেনাবাহিনী চ্যানেলে যোগাযোগ করে গুলির খোসাগুলি ক্রয় ওে বিক্রয়ের    প্রমাণ পাওয়া যায়।”তবে ব্যবসায়ি শিহাব উদ্দিনকে গুলির থকাসাগুলি দ্রুত বিক্রি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।