November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 7:13 pm

নাটোরে বাগাতিপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধ

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাসনিম ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু তাসনিম। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে দুপুরের দিকে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।