নিজস্ব প্রতিনিধি :
নাটোরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে অন্য পথচারীর পরিচয় জানা যায়নি।
নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে প্রাতঃভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় পথেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার