নিজস্ব প্রতিনিধি :
নাটোরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে অন্য পথচারীর পরিচয় জানা যায়নি।
নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে প্রাতঃভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় পথেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল