January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 7th, 2022, 8:33 pm

নাটোরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০

ফাইল ছবি

নাটোরে একটি মসজিদে কমিটির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানিয়েছেন, নানা অনিয়মের অভিযোগে সদর উপজেলার সিংহারদহ পশ্চিমপাড়া জামে মসজিদের পুরনো কমিটি ভেঙে দেড় মাস আগে নতুন কমিটি গঠন করে মুসল্লিরা।

শুক্রবার ফজর নামাজে ইমামতি করেন বর্তমান সভাপতি ও ইমাম আব্দুল জব্বারের জামাতা মওলানা হুজাইফা।

এ নিয়ে সাবেক সভাপতি জয়নাল ও তার তার সমর্থকরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে এনআই জানান।

—ইউএনবি