November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 16th, 2025, 7:45 pm

নাটোরে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধি

নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব আশরাফুল হক চৌধুরী। তার নেতৃতে নাটোরে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত অবৈধ  এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

রোববার বেলা ১২ টা থেকে শহরের হরিশপুর ও কানাইখালী এলাকা থেকে এই অভিযান শুরু করা হয়। এ সময় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোর সড়ক ও জনপথ কার্য্যলয় সুত্র জপনা যায়, নাটোরে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত সড়ক মহাসড়কে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা দিতে এবং শহরের অভ্যন্তরের প্রধান সড়কের উভয় পাশের অধিগ্রহণ করা এবং অবৈধ দখলে থাকা শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর আগে অবৈধ দখলদারদের স্থাপনা সড়িয়ে নিতে মাইকিং সহ বারবার নোটিশ করা হয়। কিন্তু কেউ অবৈধ স্থাপনা সড়িয়ে নেয় নাই। ইতিপূর্বে ২০২২-২৩ এবং ২৫ সালে একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, সড়কের ওপর যে সব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছেন। যারা সরিয়ে নিচ্ছেন না তাদের স্থাপনা বুলডোজার দিয়ে অপসারণ করা হচ্ছে।

অধিদপ্তরের নটোরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়। এতে নাটোর সড়ক বিভাগের একটি টিম উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

শহরের বড়হরিশপুর মিশন হাসপাতাল এলাকা থেকে বনবেলঘরিয়া বাইপাস ও নাটোর বগুড়া মহাসড়কের পুলিশ সুপারের কার্যালয় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত তাদের অভিযান কার্যক্রম চলবে।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং কমিটি করা হয়েছে। সেই কমিটি নিয়মিত তদারকি করবেন। এরপরও যদি কেউ সড়ক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা করে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য ২০২২ সালে ১৬ মে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান করা হয়। অভিযানে নাটোর শহরের বহু পুরাতন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে দুই লেনে বিভক্ত করার কাজ শুরু হয় ২০১৭ সালে। এ কাজে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় করা হয়।