Monday, May 16th, 2022, 8:36 pm

নাটোরে মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহানন্দাগাছা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকালে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে র‌্যাব।

আটক নাহিদ হাসান নাজমুল (২৬) উপজেলার সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, শনিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার মাদরাসাছাত্রী পাশেই তার নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এই সময় নাহিদ তাকে রাস্তা থেকে জোর করে পাশের আখ খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকার শুনে মাঠে থাকা কৃষকরা এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী নাহিদ পালিয়ে যায়।

—ইউএনবি