নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের একটি চিত্রা কচ্ছপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে এটিকে উদ্ধার করা হয়।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।
ওসি জানান,পলিথিনে বিশেষ ভাবে প্যাক করা কচ্ছপটি মাছ হিসেবে চালান তৈরি করে বাসে তুলে দেয়া হয়েছিল এবং সেটি সাভারের ফুলবাড়ি এলাকায় তরুণ নামে এক ব্যক্তির রিসিভ করারর কথা ছিল।
তিনি আরও জানান, পরে উদ্ধারকৃত কচ্ছপটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান