October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:48 pm

নাটোরে  ‘শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে নাটোরে ‘শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি  নাটোর জেলা কার্যলয়ের আয়োজনে সোমবার ( ১৩ সেপেম্বর) সকাল ১০টার দিকে শরের  হাজরা নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ,এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। এসময় আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্রাফিল ইসলাম এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোবাশ্বিরা আশরাফী ও ইসতিয়াক আহমেদ আবির।

এ সভায় গুণগতমানের শিক্ষা, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠার সুযোগ নিশ্চিত করার বিষয়টি বক্তারা তুলে ধরেন।।

শিক্ষার্থী মোবাশ্বির বলেন, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য মৌলিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিশুদের পুষ্টিকর ও সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। এছারা শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু পাঠ্যক্রমের মধ্যে রাখলেই হবে না তাদের নৈতিক শিক্ষায় অগ্রগামী এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে বাড়িতে বাবা-মা ও অভিভাবকদের সচেতন হতে হবে।

আরেক শিক্ষার্থী আহমেদ আবির বলেন, আমাদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার, সমাজ, প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যত্ন পেলে রত্ন হয়ে গড়ে উঠবো।

উল্লেখ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যে ৬ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন কর্মসূচী শুরু হয়। আগামীকাল আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ শেষ হবে।