January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 9:13 pm

নাটোরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজসহ দলের ১৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় গুলি চালানোর ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর লাইসেন্স করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

রবিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন বাদি হয়ে নাটোর থানায় এজাহারটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

উল্লেখ্য, সংঘর্ষে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শহরের আলাইপুর বিএনপি কার্যালয় এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

—-ইউএনবি