নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ (২৪) কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে বড়াইগ্রাম উপজেলার আগ্রান পাম্প এলাকায় একটি ট্রাক চাকা বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে খেজুরবাহী ট্রাকটির হেলপার ঘটনাস্থলে নিহত হন।
—-ইউএনবি
আরও পড়ুন
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক