নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ (২৪) কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে বড়াইগ্রাম উপজেলার আগ্রান পাম্প এলাকায় একটি ট্রাক চাকা বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে খেজুরবাহী ট্রাকটির হেলপার ঘটনাস্থলে নিহত হন।
—-ইউএনবি
আরও পড়ুন
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা
জুড়ীতে মানুষ-হাতি দ্বন্দ নিরসনে করনীয় বিষয়ক সভা
কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন