নাটোরে সারবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার বারুরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ফয়সাল ইসলাম সেলিমের (৫০) বাড়ি ঝিনাইদহের মহেশপুরে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, যশোরের নোয়াপাড়া থেকে বগুড়াগামী সারবোঝাই ট্রাক বারুরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চালক ও সহকারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন