January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 29th, 2024, 7:55 pm

নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪

হিমেল

নটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সহপাঠীরা।

এ ঘটনায় দুই সহপাঠীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র

কে পাটুল গ্রামের বাড়ি থেকে ডেকে নেয় সহপাঠী পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিল না হিমেলের।

তিনি আরও জানান, এ ঘটনায় হিমেলের বাবা স্থানীয় টিসিবি ডিলার ফারুক সরদার থানায় অভিযোগ করলে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতে পার্থকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠী মেহেদী এবং এলাকার বন্ধু (বয়সে তাদের বড়) সুজন ও শিমুলকে আটক করে পুলিশ।

এটিএম মাইনুল ইসলাম বলেন, পরে তাদের সঙ্গে নিয়ে রাত দেড়টার দিকে স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি ভুট্টাখেত থেকে হিমেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার কারণ বের করতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

—–ইউএনবি