নাটোরের বড়াইগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।শনিবার (৬ জানুয়ারি) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে এক ট্রাকের চালক শাহীনুর রহমান (২৮) ও হেলপার জসিম উদ্দিন (২২) নিহত হন। নিহত দুজনেই ঝিনাইদহ জেলার শৈলকুপার বাসিন্দা।
নাটোরের ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা ব্রিজের কাছে কুষ্টিয়া থেকে নাটোরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এক ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার