নাটোর সদর উপজেলার পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এক বিএপি কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম আব্দুল ওহাব।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সোমবার রাত ৯টার দিকে পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি কর্মী আব্দুল ওহাবকে আটক করে।
এসময়,সেখানকার একটি নির্মাণাধীন দোকান থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিএনপির বিক্ষোভকে ঘিরে আতঙ্ক তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে