নাটোর-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (৩০ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ৫ বার নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বচিত হন।
এর আগে শনিবার আওয়ামী লীগের এই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি কুদ্দুস ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। যেখানে সকাল ৭টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
—-ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না