January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 8:07 pm

নানরাও পর্ন দেখেন: সতর্ক করলেন পোপ

অনলাইন ডেস্ক :

পোপ ফ্রান্সিস বলেছেন, ‘পর্নগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে। এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন। শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।’ খবর ডয়েচে ভেলে বাংলা। প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে পর্নগ্রাফি নিয়ে সাবধান করে পোপ বলেছেন, ‘এই প্রলোভন (পর্ন আসক্তি) তাদের হৃদয়কে দুর্বল করে দেয়।’ পোপ ফ্রান্সিস বলেছেন, ‘ডিজিটাল পর্নগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, একাজ নীতিবহির্ভূত। এটি মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এ ধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।’তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ‘আমি শিশুদের ওপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নগ্রাফির কথা বলছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবহার করা উচিৎ- এমন প্রশ্নের জবাবে পোপ বলেন, ‘এগুলো ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না।’ তিনি আরও জানিয়েছেন, কখনও তিনি মোবাইল ব্যবহার করেননি। তার ভাষ্য, ‘অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে। পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নগ্রাফিকে গ্রহণ করে না। মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেয়া উচিৎ। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।’