December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:20 pm

নানা আয়োজনে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকল সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদসহ সামাজিক-রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে  কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমণে পাক সেনারা পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।