October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:05 pm

নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিপর্যয় কিংবা জরুরি অবস্থা, মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়। এই প্রতিপাদ্যে নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে এটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে অফিস চত্ত্বরে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন এনজিও এর অংশগ্রহণে সাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রদর্শনী শেষে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মুহাইমেন, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. সাদাত শাহরিয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. সাজ্জাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিনিধি কৃষিবিদ তাইজুল ইসলাম প্রমুখ। এছাড়া এ সময় জেলার বিভিন্ন দপ্তরের ডাক্তার, রাজনৈতিক ব্যক্তি এবং এনজিও কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়ে বিভিন্ন আলোচনা করেন। এছাড়া মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, মানসিক স্বাস্থ্য ছাড়া স্বাস্থ্য নয়। মানসিক সুস্থ্যতা বিনিয়োগ হলে একটি শক্তিশালী সহানুভূতিশীল ও স্থিতিশীল গঠন করা সম্ভব। তাই আমরা একসাথে কাজ করলে যাতে কুড়িগ্রামকে শরীর ও মনের যত্ন সমানভাবে গুরুত্বপায়। তাই শুধু চিকিৎসকের উপর নির্ভর না হয়ে পারিবারিক ও সামাজিক ভাবে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।