December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:22 pm

নানা কর্মসূচী মধ্য দিয়ে গাবতলীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ২৮শে অক্টোবর-২৫ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
এরপূর্বে নাড়ুয়ামালা স্থানীয় স্কুল চত্বরে দু্ঃস্হ ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু’র
সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা’র বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান সহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরপর সকালে গাবতলী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন শেষে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী গাবতলী সদরের এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, সম্রাট মাহারুফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার, সোহেল রানা, জেলা যুবদলের সদস্য আব্দুল আলীম শাওন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল গনি, আমিনুল ইসলাম বাবু, আব্দুল মতিন, আব্দুল কাদের, জনি ইসলাম, রতন মন্ডল, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, আমিরুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর আলম মানিক, খোরশেদ আলম, শাহ সুলতান, মোঃ মিষ্ঠার, বেলাল হোসেন খান, সাইফুল ইসলাম, সুমন মিয়া, দিলবর হোসেন, মানিক মিয়া, আশরাফুল হুদা টপি, নূর আলম, হাসানুর রহমান হাসান, জাহিদুল ইসলাম, তৌরাদ হোসেন পাইলট, রেজাউল করিম রেজা, আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, কামরুজ্জামান কামরুল, যুবদল নেতা তাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তা, সোহাগ মন্ডল, হজরত আলী, ইউনুছ আলী গেদা, রফিকুল ইসলাম নান্টু, নিপুণ আহমেদ, সনি আহমেদ, আরমান হোসেন রিপন, আব্দুল আলীম, আব্দুল গনি, সোহাগ মন্ডল সহ উপজেলা ও পৌর এবং সকল ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপর গাবতলী সদর ইউনিয়নের সন্ধ্যাবাড়ী স্থানীয় হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।