অনলাইন ডেস্ক :
৩৩ বছরের খরা কাটিয়ে ম্যারাডোনা যুগের পর প্রথম সিরি ‘আ’ শিরোপা জিতে নাপোলি। নাপোলির লিগ শিরোপা জয়ের উৎসব চলকালে গতরাতে গুলিবর্ষণে ২৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় শহরে ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। তবে ফুটবল উৎসবের অংশ হিসেবে গুলিবর্ষণের ওই ঘটনাটি ঘটেছে, নাকি এটি সন্ত্রাসী ঘটনা সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি বলে উল্লেখ করেছে দৈনিক কোরিয়রা ডেলা।
আরেক পত্রিকা লা স্ট্যাম্পার খবরে বলা হয়, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া ওই ব্যক্তি স্থানী মাফিয়া গ্রুপের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে লা স্ট্যাম্পার খবরে আরও বলা হয়েছে উদযাপনের সময় ছুরিকাঘাত, আতশবাজি পোড়ানোর সময় পুড়ে এবং এর ধোয়ায় শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে অন্তত ২০০ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে ৫ ম্যাচ হাতে রেখে ৩৩ বছর পর লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ঘটনায় পুরো শহরটিই উৎসবের নগরীতে পরিণত হয়।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি