অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মরদেহ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা