অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মরদেহ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ