অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মরদেহ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল, সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আব্দুল হাফিজ