বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের নামের সঙ্গে “ইসলাম” থাকলেই সেটা স্বয়ংক্রিয়ভাবে কোনো “ইসলামী দল” হয় না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম ও ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলাম কোনো দলের সম্পত্তি নয়। এটি মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন সৃষ্টি করে না; বরং ঐক্যের আহ্বান জানায়।” তিনি আরও উল্লেখ করেন, কেবল রাজনৈতিক স্বার্থে ক্ষমতা অর্জনের জন্য দীনকে ব্যবহার করা উচিত নয়।
বিএনপির এই স্থায়ী কমিটি সদস্য বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভাজন থাকবে না।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বিএনপি ইসলামবিদ্বেষী—এটি একটি অপপ্রচার। বাস্তবে, আলেম ও ইসলামবিদ্বেষী হলো আওয়ামী লীগ। বিএনপি সবসময় আলেম ও ওলামা এবং ইসলামপ্রেমী মানুষের পাশে রয়েছে।”
তিনি সবাইকে আহ্বান জানান, “রাজনৈতিক স্বার্থে যেন কেউ সম্প্রীতি নষ্ট করতে না পারে। আমাদের ঐক্যই জাতীয় মুক্তির পথ হতে পারে।”
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক এবং আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন। এছাড়া মাদরাসার বিভিন্ন বিভাগও পরিদর্শন করেন তিনি।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল
হাসপাতালে খালেদা জিয়ার হাতে ‘জুলাই সনদ’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা