অনলাইন ডেস্ক :
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু বছরের শুরুর গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম সরিয়ে নিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা নাওমি ওসাকা। ২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৫ বছরের এই জাপানিজ তারকা। ২০২১ সালের পর থেকে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওসাকা। তখন মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছিলেন। এরপর আরো কয়েকটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ডান পায়ের পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না পুরুষদের নাম্বার ওয়ান বাছাই কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের কথা উল্লেখ করে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। আলকারাজ না থাকায় শীর্ষ বাছাই হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন রাফায়েল নাদাল। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা