March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 27th, 2025, 6:42 pm

নায়িকার মামলা: জাজ মাল্টিমিডিয়ার আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন।

আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে, লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে মোট ৬০ লাখ টাকা দেন মুন।

একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিলো। অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী, আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি।

আইনজীবীর মাধ্যমে একের পর এক নোটিশ পাঠানোর পরও তিনি উত্তর দেননি। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।