বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে নারায়ণগঞ্জের চনপাড়ায় হত্যা করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘ফারদিনকে চনপাড়ায় হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি না। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করব।’
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হারুন জানান, ফারদিনের সর্বশেষ অবস্থান ছিল ঢাকার যাত্রাবাড়ীতে।
তিনি আরও বলেন, ‘ফারদিনকে একটি লেগুনায় উঠতে দেখা যায়। তার আশেপাশে টিশার্ট পরা তিন-চার জন পুরুষ ছিল। লেগুনাটি নারায়ণগঞ্জের তারাবো বিশ্ব রোডের দিকে যায়। আমরা লেগুনার চালক ও ফারদিনের আশেপাশে থাকা লোকজনকে খুঁজছি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ফারদিনকে হত্যার সময় বিবেচনা করলে ওই রাতে যাত্রাবাড়ী থেকে চনপাড়ায় পৌঁছানো অসম্ভব।
তিনি বলেন, ‘ফারদিন দুপুর সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ী ত্যাগ করেন এবং রাত আড়াইটার দিকে তাকে হত্যা করা হয়। যাত্রাবাড়ী থেকে চনপাড়া ১৫ মিনিটে পৌঁছানো সম্ভব নয়। এ কারণে অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা সন্দেহ করছি।’
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার