December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 8:24 pm

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় স্বতন্ত্রভাবে গড়ে তোলা একটি ছাত্রদল কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান এবং রাকিব হাসানের মধ্যে এলাকার প্রভাব নিয়ে বিরোধ চলে আসছিল। হোরগাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় থাকা ছাত্রদল কার্যালয়টি পরিচালনা করতেন সাজ্জাদ। দুপুরে রাকিব হাসানের অনুসারীরা ওই কার্যালয়ে হামলা চালালে পাল্টা প্রতিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

উপজেলাটিতে বর্তমানে ছাত্রদলের কোনো কমিটি নেই, তবে দুজনই সংগঠনের রাজনীতিতে সক্রিয় হিসেবে পরিচিত। সাজ্জাদ মাওলা বিন মিজান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী হিসেবে পরিচিত, আর রাকিব হাসানকে স্থানীয়ভাবে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

সাজ্জাদ অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় ওয়ার্ড ছাত্রদলের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে রাকিব এসে কার্যালয় খালি করতে এবং কাজী মনিরুজ্জামান মনিরের ছবি নামিয়ে ফেলতে বলেন। পরদিন দুপুরে তার অনুসারীরাই হামলা চালায় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে রাকিব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে তাদের কেউ যুক্ত নয়। কার্যালয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রামবাসীই হামলা করেছে বলে তিনি শুনেছেন।

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুদুর রহমান জানান, দুজনই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এবং ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষ হয়েছে। বিষয়টি সমাধানের জন্য সিনিয়রদের সঙ্গে কথা চলছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/