নারায়ণগঞ্জের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইট-পাটকেল ছুঁড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুঁড়ার চেষ্টা করেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ
এনইআইআর চালু হলেও ৯০ দিনে বন্ধ হবে না অবৈধ হ্যান্ডসেট: ফয়েজ তৈয়্যব
ইরানে ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার’ প্রতিবাদ-বিক্ষোভে ছয়জন নিহত