নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওই মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন স্থানীয় জনগণ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় কয়েকজন পুলিশ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি স্কুলছাত্রদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক স্কুলছাত্র আহত হয়। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ সদস্য অটোরিকশার চালককে দোষারোপ করার চেষ্টা করলে পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয় এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত স্কুলছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
—ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে অস্ট্রেলিয়া: আমীর খসরু