নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সোমবার অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন