Saturday, March 18th, 2023, 12:49 pm

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, আহত ২

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং তা আংশিক ধসে পড়লে দুইজন আহত হয়।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৯টার দিকে ওই এলাকার দোতলা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লাগে। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

—-ইউএনবি