January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 2nd, 2023, 7:29 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইপলাইনে লিকেজ, অধিকাংশ এলাকা গ্যাসবিহীন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় তিতাসের গ্যাস সরবরাহ পাইপে লিকেজ সৃষ্টি হয়ে গ্যাস নির্গত হয়েছে।

খবর পেয়ে তিতস কতৃপক্ষ রূপগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে তিতাসের কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাজিব জানান, বিকালে লিকেজ হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। প্রায় এক কিলোমিটার দূর থেকেও গ্যাস নির্গত হওয়ার শব্দ পাওয়া যায়। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে অনেকেই সেখানে ছুটে গিয়ে জড়ো হতে থাকেন।

তিনি আরও বলেন, পরে তিতাসের লোকজন গ্যাস সাপ্লাই বন্ধ করে দিলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং আতঙ্ক দূর হয়। তবে আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পড়েন।

এ ব্যাপারে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মেজাবহ উর রহমান জানান, সোমবার বিকাল সাড়ে চারটায় দিঘীবরাব এলাকায় তিতাসের ভাল্ব স্টেশনের অভ্যন্তরে গ্যাস সরবরাহের পাইপ সামান্য ফেটে লিকেজ সৃষ্টি হলে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমাদের যাত্রামুড়া বিপণন বিভাগের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও টেকনিশিয়ানরা ঘটনাস্থলে যান। পরে পাঁচটার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে পাইপের লিকেজ মেরামতের কাজ শুরু করেন তারা। ফলে রূপগঞ্জের অধিকাংশ এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, এটা আমাদের ভাল্ব স্টেশনের বাউন্ডারির ভেতরে নিজস্ব জায়গায়। এর ভেতরে কোনো মানুষের প্রবেশের সুযোগ নেই। কোনো ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

মেজাবহ বলেন, মে দিবসের ছুটির দিন সব শিল্প করাখানা বন্ধ থাকায় গ্যাসের অতিরিক্ত চাপের কারণে লিকেজ সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ফেটে যাওয়া পাইপটি পরিবর্তনের কাজ চলছে। সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে। আশা করি চার-পাঁচ ঘন্টার মধ্যে কাজটি শেষ করা যাবে। পরে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।

—-ইউএনবি