নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা থেকে ১৫টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
তারা হলেন- রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২২), তার সহযোগী মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৩), মো. সেলিম (২৩) ও মো.মাহবুব মিয়া (২৩)।
বৃহস্পতিবার কারওয়ান বাজার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বুধবার রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে র্যাব-৩-এর একটি দল তাদের আটক করে।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় তারা ওইসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এই সন্ত্রাস গ্রুপে ১০-১৫ জন সদস্য রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, রিয়াজ হত্যাসহ ১৫টি মামলার আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি বাংলাদেশ ঢাকা
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩