September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 5:33 pm

নারীদের নিয়ে তানিয়া আফরিনের দুই অনুষ্ঠান

 

এ সময়ের দর্শকপ্রিয় উপস্থাপিকা তানিয়া আফরিন। অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় এসেছেন তিনি। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএন বাংলায় নারীদের নিয়ে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এ গ্ল্যামারকন্যা।

বিটিভিতে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ ও এটিএন বাংলায় ‘অপরাজিতা’ প্রচার হচ্ছে। দুটি অনুষ্ঠানেই বিভিন্ন পেশাজীবির নারীদের অংশগ্রহণ থাকছে। পেশাজীবি নারীদের নিয়ে অনুষ্ঠানের বাইরে তানিয়া বিটিভিতে একটি সংগীতানুষ্ঠানও উপস্থাপনা করছেন।

 

তানিয়া আফরিন বলেন, ‘আমি শুরু থেকেই নারীদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। সবাই যেখানে গ্ল্যামারের পিছনে ছুটছে, সেখানে আমি ভিন্ন পথে হাটছি। আমি নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার সব কটি অনুষ্ঠানেই নারীদের অধিকার প্রাধান্য পেয়েছে। আমাদের সমাজে ও আশেপাশে এখনো নারীরা নানান রকম বৈষম্যের শিকার হচ্ছেন। এ বিষয়গুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি।’

তানিয়া আফরিন ২০১৭ সাল থেকে উপস্থাপনা শুরু করেছেন। সে সময় বিজয় টিভিতে প্রথমবারের মতো ‘নারী সফলতা’ অনুষ্ঠানটি করে বেশ প্রশংসিত হয়েছিলেন। বিটিভিতে নারীদের নিয়ে ৫০% অনুষ্ঠানটিও তার প্রশংসিত হয়েছে।

উপস্থাপনার পাশাপাশি তানিয়া দীপ্ত টিভি, বিজয় টিভি ও গাজী টিভিতেও সংবাদ পাঠিকা হিসেবে ছিলেন। এছাড়া তানিয়া বাইফা অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায়ও ভূষিত হয়েছেন।

এনএনবাংলা/