নারীদের পিছনে ফেলে রেখে সমাজে এগোনো কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মা–বোনদের কোরআনের আলোয় আলোকিত করতে পারলে তারা হাফেজা, আলেমা, মুহাদ্দিসা বা স্কলার হিসেবে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের বাদ দিয়ে এগোনো যাবে না। রাসুল (সা.) হজরত আয়েশা (রা.), খাদিজা (রা.) এবং অন্যান্য সাহাবিয়াত–উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে নিয়ে সমাজে পরিবর্তন এনেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও নারীদের উপস্থিতি ছিল। ইসলামী আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন পূরণে নিবরাস মাদরাসা এক মাইলফলক হিসেবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘নতুন দিনের স্বপ্ন দেখার সময় এসেছে। ভেদাভেদ ভুলে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। অন্যকে সম্মান না দিলে নিজেও সম্মান পাওয়া যাবে না।’
মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভেদকে পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের মূল চেতনা কালেমা তাইয়েবায় নিহিত। জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির সামনে এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে—এ সুযোগ হারালে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ১৬৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা ইসলামী গান, কোরআন তিলাওয়াতসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
ড. খালিদ হোসেন আরও বলেন, জুলাই বিপ্লবের পর মাদরাসা শিক্ষার বিস্তারের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হাতছাড়া করা যাবে না। তিনি মতাদর্শিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পাবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩
দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান সৌদি যুবরাজ