সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে নারীর সম্মান, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন হবে ।
তিনি আজ (১০ আগষ্ট) দুপুরে ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন ।
এছাড়াও আজ বিকেলে তিনি ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাদরাসা মাঠে বিগত গণঅভ্যুত্থানে নিহত মাজেদুল ইসলমের প্রথম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছত্রদল আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শহীদ মাজেদুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে স্বান্তনা দেন।
মহিলা দলের কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন,
নারীর মর্যাদা, অধিকার ও সমস্যা সমাধানে বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি নারী বান্ধব দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন তারা ও বিএনপি নারীদের কল্যাণে যা করেছে, অন্য কেউ তা করে নাই । তিনি নারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিটি ঘরে ঘরে নারীদের কাছে ধানের শীষের সালাম ও দাওয়াত পৌঁছে দেয়ার আহবান জানান।
তিনি বলেন আরো, তারেক রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি পরিবর্তনের পতাকা নিয়ে আসছেন। তারেক রহমান ইতিমধ্যে তাঁর ইতিবাচক ও গণমুখী রাজনৈতিক কর্মসূচীর কারণে জনগণের তো বটেই, গণতান্ত্রিক বিশ্বেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। তারেক রহমান রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তন চান । তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে রাষ্ট্র রাজনীতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
বিএনপি গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করবে, শাসক বা শোষক হিসেবে নয়। দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন ইনশাআল্লাহ বিএনপি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে।
কর্মী সম্মেলনে পুস্পা নাহারকে সভানেত্রী ও তাহমিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। আংশিক কমিটির অন্যান্য পদে আগামী ১৫ দিনের মধ্যে নাম ঘোষণা করা হবে ।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমেন শাহীন, উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি সালেহা আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি, সাংগাঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম, সহ সাংগাঠনিক সম্পাদিকা তাহমিনা বেগম, সদস্য পুষ্পা নাহার প্রমুখ বক্তব্য রাখেন।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে প্রশাসনের আয়োজনে দেশের প্রবীণতম ব্যক্তির জন্মদিন পালন