November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 1:51 am

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ডের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা। নারী ক্রিকেটকে ঘিরে চলমান বিতর্কের মাঝেই বিসিবির স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তে এ পরিবর্তন আনে বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিদ্যমান ২৩টি স্থায়ী কমিটির কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন স্থায়ী কমিটি বণ্টন করা হলেও তখন পরিচালক ছিলেন না রুবাবা দৌলা। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি পরিচালক হিসেবে যোগ দেন। এরপরই নারী বিভাগের প্রধান হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

এতদিন নারী বিভাগের প্রধান ছিলেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। পুনর্গঠনের পর তাকে এ বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্ব পেয়েছেন আবদুর রাজ্জাক। এতদিন এইচপি ইউনিটের প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নতুন কাঠামোয় তাকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

গ্রাউন্ডস কমিটির দায়িত্ব ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এখন তার হাতে থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

এনএনবাংলা/