অনলাইন ডেস্ক :
আগামী অক্টোবরে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি এবং গ্রুপ ঘোষণা করার পর এবার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। ৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ।
বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে আয়োজিত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ। ২৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির একাডেমির ১ নম্বরে মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর আইসিসির একাডেমির ২ নম্বর মাঠে আয়োজিত হবে এই ম্যাচ।
২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ আয়োজিত হবে দুবাইয়ের সেভেনস, আইসিসির একাডেমির ২ মাঠ মিলিয়ে। সবগুলো প্রস্তুতি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হবে ৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে