অনলাইন ডেস্ক :
আইসিসি সংশোধিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সফরসূচী উন্মোচন করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করবে। চলমান রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা থাকলেও তা পরবর্তিতে ইউএইতে স্থানান্তর করা হয়। বিশ্বকাপ ৩ অক্টোবর শুরু, ২০ অক্টোবর ফাইনাল। শুরু ও শেষের তারিখ ঠিক থাকলেও কিছু ম্যাচের সময়-সূচিতে বদল এসেছে। আইসিসি আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংশোধিত ফিক্সচার ঘোষণা করেছে।
শারজাহতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, ট্রাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচ বাদেও ২০ অক্টোবর দুবাই ১৮ দিনের টুর্নামেন্টের ফাইনালও আয়োজন করবে। বাংলাদেশের মেয়েরা ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলে ৫ অক্টোবর প্রতিপক্ষ হিসাবে পাবে ইংল্যান্ডকে। এরপর লম্বা বিরতির পর ১০ অক্টোবর বিকালে লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গ্রুপ পর্বে টাইগ্রেসরা নিজেদের শেষ ম্যাচ খেলবে ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
শারজাহ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ছাড়াও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে। ভারত যোগ্যতা অর্জন করলে তারা ১৭ অক্টোবর দুবাইয়ে প্রথম সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা আগের মতোই রয়েছে। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে এবং দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে