চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর স্কটল্যান্ডকেও হারিয়েছে বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে বোলিং করে স্কটল্যান্ডকে ১৯ ওভার ৩ বলে মাত্র ৭৭ রানে অলআউট করে বাংলাদেশ।
স্কটল্যান্ডের লরনা জ্যাক সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন এবং উইকেটরক্ষক-ব্যাটার সারাহ ব্রাইস দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আট বছর বিরতির পর সোহেলী আক্তার তার দ্বিতীয় ম্যাচ খেলে চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট শিকার করেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। এছাড়া নাহিদা আক্তার দু’টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশ দল মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৪, মুর্শিদা খাতুন ১৫ ও রুমানা আহমেদ ১১ রান করেন।
স্কটল্যান্ডের র্যাচেল স্লেটার দুটি উইকেট শিকার করেন।
নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচের দুই জয়ে সেমিফাইনালের কাছাকাছি বাংলাদেশ। এই আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে বাংলাদেশ দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর টিকিট পাবে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৩ আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।
—ইউএনবি
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ
৩০ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পেরোল রংপুর
নারী লীগের জন্য পুল ভাবনা, ক্লাবগুলোর দাবি মাসে দশ লাখ টাকা