অনলাইন ডেস্ক :
পুরুষদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বেশ লাভের মুখ দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর থেকে মেয়েদের পিএসএল করার কথা ঘোষণা করে দিয়েছে তারা। বুধবার পিসিবির মহিলা উইংয়ের প্রধান তানিয়া মালিক এই কথা ঘোষণা দেন। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এরইমধ্যে নারী পিএসএলের অনুমোদন দিয়েছেন। মূলত চলতি বছরই নারীদের পিএসএল আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তানিয়া মালিক। কিন্তু বর্তমান সূচির ব্যস্ততার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তাই আগামী বছরের সূচিতেই রাখা হবে নারীদের পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নারী পিএসএল ও অনূর্ধ্ব-১৯ পিএসএল আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন রমিজ রাজা। সেটিই এবার দেখতে চলেছে আলোর মুখ। বিগ ব্যাশের পাশাপাশি অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ আয়োজিত হয়। ইংল্যান্ড ছেলেদের পাশাপাশি মেয়েদের দ্য হান্ড্রেড আয়োজন করে। এদিকে, ‘উইম্যানস ক্রিকেট চ্যালেঞ্জ’ আয়োজনের পর নারী আইপিএল করার দিকে হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম