অনলাইন ডেস্ক :
বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে জোড়া পদক জিতলো বাংলাদেশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া ও নাসরিন ও বিউটি। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে এটিই ছিল বাংলাদেশের প্রথম পদক। এর আগে কখনও এশিয়ান আরচারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। নারীদের দলগত ইভেন্টের পর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও বড় পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশের। দ্বৈত মিশ্র ইভেন্টে এরইমধ্যে ফাইনালে উঠেছে বাংলাদেশের দিয়া-রুবেল জুটি। শুক্রবার হবে এই ইভেন্টের ফাইনাল।

আরও পড়ুন
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সাফল্য, থাইল্যান্ডে যাচ্ছে নারী-পুরুষ দল
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষে আহত ২০
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ