January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 18th, 2021, 7:56 pm

নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম পাল্টে ফেললো তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ফেললো তালেবান। নতুন নাম দেয়া হয়েছে- ‘পুণ্যের প্রচার ও পাপের প্রতিরোধ’ বিষয়ক মন্ত্রণালয়। গত ৭ই সেপ্টেম্বর আফগানিস্তানে তালেবানের নবগঠিত সরকারের প্রকাশিত মন্ত্রীদের তালিকায় ছিলনা কোন নারীর নাম। তবে তালিকায় পূণ্যের প্রসার ও পাপের প্রতিরোধ বিষয়ক মন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ খালিদ এর নাম তালিকায় ছিল। এরপর থেকেই নারী মন্ত্রণালয়ের অস্তিত্ব নিয়ে শঙ্কা বাড়তে থাকে। এবার আর কোন প্রশ্নের অবকাশ না রেখে নারী বিষয়ক মন্ত্রণালয়ের অস্তিত্ব বিলীন করে দিল তালেবান। শুক্রবার রাজধানী কাবুলে অবস্থিত নারী মন্ত্রণালয় ভবনের সাইনবোর্ড পাল্টে দেয় তালেবান। মন্ত্রণালয়ের নাম বদলে রাখা হয় ‘প্রার্থনা ও নির্দেশনা এবং পূণ্যের প্রচার ও পাপের প্রতিরোধ’ বিষয়ক মন্ত্রণালয়। নতুন এই মন্ত্রণালয়ের কাজ হবে মূলত মোরাল পুলিশিং’ বা নীতিগত বিধিনিষেধ আরোপ ও বাস্তবায়ন করা। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান ক্ষমতায় থাকার সময় ন্যায়ের প্রচার আর অন্যায় প্রতিরোধ মন্ত্রণালয় ছিল। মূলত তালেবানের শরিয়াহ আইনের বাস্তবায়ন করাই ছিল মন্ত্রণালয়টির কাজ। তালেবানের প্রথম শাসনামলে কঠিন রক্ষণশীল পোশাক-পরিচ্ছদের বিধান, প্রকাশ্যে মৃত্যুদ- ও বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি কার্যকরের মতো কাজগুলো করতো ওই মন্ত্রণালয়।