বাংলাদেশে জনগণের স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি হলেও এখানে পেশা হিসেবে নার্সদের অমর্যাদাসম্পন্ন একটা অবস্থানে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ পেশা। স্বাস্থ্যব্যবস্থায় যা ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন। এটি ডাক্তারদের অধীন কোনো পেশা নয়। কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসাও থাকবে না। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উন্নত ও গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবি জানাতে এ আয়োজন করা হয়।
ফরহাদ মজহার বলেন, অনেকের ধারণা স্বাস্থ্য মানে কেবল ডাক্তার, প্রেসক্রিপশন ও ওষুধ। এটি ভ্রান্ত চিন্তা। এই মানসিকতা থেকে মুক্ত হতে না পারলে দেশে ১০টি দোকানের ৯টিতেই শুধু ওষুধ বিক্রি হবে, আর একটি থাকবে খাবারের। এই প্রবণতাকে তিনি “ডাক্তারিকরণ” বা মেডিকেলাইজেশন বলে উল্লেখ করেন। তার মতে, রোগ হলেই প্রেসক্রিপশন ও কোম্পানির ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকাকে স্বাস্থ্যসেবা বলা যায় না। এটি আসলে একটি বাজারকেন্দ্রিক ব্যবস্থা, যার মাধ্যমে ওষুধ কোম্পানির বিক্রির পথ সুগম হয়।
তিনি আরও বলেন, আসল স্বাস্থ্য মানে রোগ প্রতিরোধ, সুষম খাদ্যনীতি, সঠিক কৃষিনীতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অসুস্থ না হওয়াটাও এক ধরনের স্বাস্থ্যসেবা। বিশেষ করে নারীদের জীবনে নানা প্রাকৃতিক পরিবর্তন ঘটে, যা সবসময় ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিষয় নয়। এসব ক্ষেত্রে নার্সরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ আজও নার্সদের পেশাকে ডাক্তারের অধীনস্থ রাখা হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে নার্সিং পেশাকে যথাযথ মর্যাদা না দিলে স্বাস্থ্যব্যবস্থা আরও অবনতির দিকে যাবে। এজন্যই নার্সদের আন্দোলনের সঙ্গে তারা একাত্ম হয়েছেন বলে জানান তিনি।
অতীতের প্রসঙ্গ টেনে ফরহাদ মজহার বলেন, আগের সরকারগুলো সবাইকে কার্যকর স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। অথচ এ কথা বলে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ আনা হয়েছিল। তিনি প্রশ্ন রাখেন— সেই অর্থ কোথায় গেল? এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস সরকারকে অবশ্যই তদন্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনএর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
রাষ্ট্রদূতরা কিন্তু যে কারও বাসায় যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি প্রেস সচিবের সহমর্মিতা
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস