গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মোট ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে মোট ১৪৫টি ও সারা দেশে ৪ শতাধিক র্যাবের টহল দল মোতায়েন করা হয়।
এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি