November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 4:51 pm

নাসার নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

 

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পে অবস্থিত ১৬২ কাঠার প্লটসহ মোট ৫৩টি দলিলের জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তির বাজারমূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পাশাপাশি নজরুল ইসলাম মজুমদারের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকার ওপরও অবরোধ আরোপ করা হয়েছে।

বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আদালতে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদার ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, যা তার আইনসঙ্গত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে

দুদক জানায়, তদন্তে দেখা গেছে আসামি তার স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ অনুসারে তার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

এনএনবাংলা/